Tuesday, September 16, 2025

রাকসু নির্বাচনে লড়বেন দৃষ্টি প্রতিবন্ধী নাঈম হোসেন

আরও পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাঈম হোসেন। এ পদে মোট ১৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে নাঈমের প্রার্থিতা বিশেষভাবে শিক্ষার্থীদের নজর কেড়েছে।

নাঈম হাসান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী। তিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরিবেশ-সংরক্ষণমূলক কার্যক্রম, শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও সমাজকল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।

আরও পড়ুনঃ  শিবিরের হেল্প ডেস্কে ছাত্রদলের হামলা

নিজের প্রার্থিতা প্রসঙ্গে নাঈম বলেন, আমি সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংরক্ষণ আমার মূল দায়িত্ব হিসেবে দেখব। ক্যাম্পাসের সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, পানির অপচয় রোধ, ও পরিচ্ছন্নতা কার্যক্রমে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। একই সঙ্গে সমাজকল্যাণের বিষয়গুলো নিয়েও আমি আন্তরিকভাবে কাজ করব। বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থী, অসচ্ছল শিক্ষার্থী এবং বিভিন্ন সমস্যায় পড়া সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমি চাই রাকসু নির্বাচন যেন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের পছন্দের যোগ্য প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। ভোটের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তৈরি না হয়, সেদিকে প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে।

আরও পড়ুনঃ  বিধবার ঘরের দরজা আটকে যুবদল নেতার মাদক সেবন, অত:পর...

শিক্ষার্থীরা বলছেন, নাঈম হোসেনের প্রার্থিতা রাকসু নির্বাচনে এক ইতিবাচক বার্তা বহন করছে। তার অংশগ্রহণ দেখাচ্ছে, শারীরিক সীমাবদ্ধতা কোনোভাবেই সামাজিক নেতৃত্ব ও দায়িত্ব পালনে বাধা নয়।

আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এ নির্বাচনে পরিবেশ ও সমাজকল্যাণ সহ-সম্পাদকসহ মোট ২৩টি পদে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ