Tuesday, September 16, 2025

হঠাৎ কেন সরে দাঁড়ালেন ইলন মাস্ক? ট্রাম্প প্রশাসনের ভেতরের গল্প ফাঁস!

আরও পড়ুন

ইলন মাস্ক বুধবার ঘোষণা করেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। এই পদে থেকে তিনি যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসনকে আধুনিকীকরণ ও কার্যকর করার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছিলেন।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এই ঘোষণা দেন। তিনি লেখেন, সরকারি ব্যয় হ্রাসে ভূমিকা রাখার সুযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি লিখেন, “বিশেষ সরকারি কর্মচারী হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হওয়ায় আমি প্রেসিডেন্ট @realDonaldTrump-কে ধন্যবাদ জানাতে চাই এই সুযোগ দেওয়ার জন্য। @DOGE এর মিশন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হবে এবং সরকারি ব্যবস্থায় একটি স্থায়ী সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত হবে।”

আরও পড়ুনঃ  আবারো ভারতে শেখ হাসিনার সঙ্গে আ.লীগ নেতাদের বৈঠকের খবর নিয়ে যা জানা যাচ্ছে

উল্লেখযোগ্যভাবে, টেসলা প্রধান মাস্কের এই পদত্যাগ আসে ঠিক একদিন পর, যখন তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান আইন প্রণয়ন পরিকল্পনার সমালোচনা করেন। তিনি বলেন, তিনি ট্রাম্পের কথিত “বড়, সুন্দর বিল” নিয়ে হতাশ।

সিবিএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, বিলটিতে কর কমানো এবং অভিবাসন নিয়ন্ত্রণ জোরদার করার মতো কিছু বিষয় থাকলেও এটি আসলে “একটি বিশাল ব্যয়বহুল বিল” যা কেন্দ্রীয় বাজেট ঘাটতি বাড়ায় এবং তার নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগের (DOGE) কাজকে “খর্ব করে।”

আরও পড়ুনঃ  নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ

মাস্ক বলেন, “একটি বিল হয়তো বড় হতে পারে, আবার সুন্দরও হতে পারে। তবে আমি নিশ্চিত না যে এটি দুটো একসঙ্গে হতে পারে কিনা।”

মাস্কের এই সাক্ষাৎকার মঙ্গলবার রাতে প্রচারিত হওয়ার পর, বুধবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের এজেন্ডার পক্ষে ব্যাখ্যা দেন এবং বলেন, এই আইনটি নিয়ে আলোচনার রাজনীতি অত্যন্ত সংবেদনশীল।

তিনি বলেন, “আমি এই বিলে কিছু বিষয় নিয়ে খুশি না, তবে অন্য কিছু নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত।”

আরও পড়ুনঃ  নারীর আবেগে রাজনীতি, মোদির সিঁদুর কৌশলে সরব সুনায়না চৌটালা

তিনি আরও ইঙ্গিত দেন, এই বিলে আরও পরিবর্তন আসতে পারে।

“আমরা দেখব কী হয়,” তিনি বলেন। “এটার এখনও অনেক পথ বাকি।”

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ